01
Jul
বৃষ্টি থামার নাম নেই উত্তরাঞ্চলে। অনবরত বৃষ্টির ফলে বেড়ে চলেছে ভূমিধস। অসমের পর এবার বড়সড় প্রাকৃতিক দুর্যোগের সাক্ষী মণিপুর। বিগত কয়েকদিন ধরে ভারতের এই পার্বত্য রাজ্যে শুরু হয়েছে জোর বর্ষণ। আর তাঁর জেরেই ভোররাতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘতলেই রাজ্যে। জানা যাচ্ছে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। নিখোঁজ ৬০। মাটির তলায় এখনও কতজন চাপা পড়ে রয়েছেন, প্রশাসন সে ব্য়াপারে কিছু বলতে পারছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছে আধা-সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। স্থলসেনাবাহিনীর কোহিমা ইউনিটের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল সুমিত শর্মা জানিয়েছেন, 'ভোররাতে মণিপুরের নির্মীয়মাণ তুপুল রেলস্টেশনের কাছে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ১০জনেক মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত…