manasamela

করোনার কোপে এবার বাতিল জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন মনসা মেলা

করোনার কোপে এবার বাতিল জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন মনসা মেলা

করোনার কোপ এবার জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির শতাব্দীপ্রাচীন মনসা পুজোতে।এবছর জলপাইগুড়ি রাজবাড়ীর মনসা পূজো ৫১১বছরে পরলো। পূজো হলেও হচ্ছেনা এবার পূজোর মেলা।করোনার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষাল। পুজোর দিন মন্দিরে ভেতরে কোনো ভক্তকে প্রবেশ করতে না দেওয়া হলেও প্রাচীন রীতি মেনে পুজো হবে।রাজবাড়ী প্রাঙ্গনে মনসা পূজার দিন থেকে ৭দিন ব্যাপি হতো মনসা পূজোর মেলা। এই মেলাতে রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ব্যবসায়ীরা তাদের সামগ্রী বিক্রি করতে আসতো।শতাব্দীপ্রাচীন এই মনসা পুজোর মেলায় দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভীনদেশ থেকেও প্রচুর ভক্ত ভিড় করতো । এবছর পুজো হলেও মন্দিরে কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হবেনা।মন্দিরের গেট থেকে ভক্তরা পুজো…
Read More