07
Oct
ধান অর্থাৎ চাল পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য। সেই কথা মাথায় রেখে ধান চাষের সুবিধার জন্য মহিন্দ্রা বাজারে আনল নতুন স্বরাজ প্রো কম্বাইন ৭০৬০ ট্র্যাক হার্ভেস্টার। শুধু ধানই নয়, এই নতুন ট্র্যাক হার্ভেস্টারের মাধ্যমে সয়াবিনের ফসলও কাটা-মাড়াই করা যাবে। উল্লেখ্য, ফসলের গুণগত মান বজায় রেখে কম সময়ে বেশি ফসল কাটতে সাহায্য করবে। ৭২এইচপি @ ২৩০০ আরপিএম ইঞ্জিন ব্যবহারের ফলে,স্বরাজ প্রো-কম্বাইন ট্র্যাক হার্ভেস্টার যে কোন প্রাকৃতিক পরিবেশে কাজ করতে সক্ষম। এছাড়া শক্তিশালী গিয়ার বক্স এবং উচ্চ টর্কে জলবাহী মোটর এই স্বরাজ প্রো কম্বাইন হার্ভেস্টারকে কৃষি কাজের বিশেষত ধানচাষের বিশেষ উপযোগী করে তুলেছে। স্বরাজের এমএন্ডএম লিমিটেডের সীইও হরিশ চ্যাভান বলেন, পশ্চিমবঙ্গের জন্য স্বরাজ প্রো…