21
Sep
ভারতের ৬০টি ও এশিয়া প্যাসিফিকের ২০টি শহর-সহ মোট ৮০টি শহরে প্রসারণের পরিকল্পনা ঘোষণা করল ভারত ও সাউথইস্ট এশিয়ার বৃহত্তম হোম ইন্টেরিয়র ও রেনোভেশন প্লাটফর্ম লিভস্পেস। সংগঠিত হোম ইন্টেরিয়র সেক্টরে লিভস্পেসের বর্তমান মার্কেট শেয়ার ৬৫ শতাংশ। লিভস্পেস আগামী ১৮ মাসে ১৫০টি ডিজাইন এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রসারণের ফলে ইন্দোর, সুরাট, লক্ষ্ণৌ, মাইসোর ও অন্যান্য শহরের মডিউলার সলিউশনের চাহিদা মেটাতে সক্ষম হবে লিভস্পেস। নতুন সেন্টারগুলি দিল্লি-এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, আহ্মেদাবাদ, জয়পুর, কোচি ইত্যাদি মেট্রো ও নন-মেট্রো শহরগুলিতে বর্তমানে থাকা ২৫টির অধিক স্টোরের পরিপূরক হবে। এছাড়াও, লিভস্পেস অতিদ্রুত তাদের ব্যবসা বৃদ্ধির জন্য ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। দেশের ১০০০-এরও বেশি নতুন ডিজাইন আঁত্রেপ্রিনিউরকে…