Light

টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষের পথে,চিন্তিত ব্যবসায়ীরা

বর্তমান যুগে বাজারে হাজারো রকমারি টুনি লাইটের খেলায় মোমবাতির আলো শেষ হবার পথে। একটা সময় ছিল মোমবাতি ছাড়া দেওয়ালিতে বাড়ি আলোকিত করা অসম্পূর্ণ হতো।আ জ তা ধীরে ধীরে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। একটি মোমবাতি কারখানার মালিক রঞ্জন পাল বলেন, "৩০-৩২ বছর ধরে বাপঠাকুদার ব‍্যবসা বর্তমানে চায়না টুনি লাইটের দাপটে ব‍্যবসা করা দায় হয়ে পরেছে। কোনও ভাবে ব‍্যবসা টিকিয়ে রাখছি, এখন একটাই উপায় টুনি লাইট কমলে মোমবাতি আবার একটু বারতে পারে।"একই সাথে মোমবাতি কারিগর জানান, "এই মোমবাতির সঙ্গে জড়িয়ে আছে শৌশবের কত স্মৃতি। বর্তমানে বাজার ছেয়ে রয়েছে চাইনিজ আলো। এখন যা অবস্থা সারা বছরে যা মোম তৈরী করি তা আগের তুলনায়…
Read More
প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

প্রাক্তন চেয়ারম্যানের আবক্ষ‍্য মূর্তিতে লাইট লাগিয়ে সাজানো হচ্ছে সুব্রত শিশু উদ‍্যান

শিলিগুড়ি পুরনিগমের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সরকারের স্মৃতি ধরে রাখতে আবক্ষ‍্য মূর্তি বসানোর পাশাপাশি আধুনিক লাইট দিয়ে সাজানো হচ্ছে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সুব্রত শিশু উদ‍্যান। আজ এই সূচনার শেষ পর্বে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব পরিদর্শনে আসেন।পার্কের খুটিনাটি বিষয় সম্পর্কে ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন মেয়র। সম্পূর্ণ পার্ক ঘুরে তিনি জানান, পূজোর আগে পার্কটি চালু করার ইচ্ছা ছিল কিন্তু লাইট গুলো বাইরে থেকে আসার কথা, সেকারণে পার্কের উদ্বোধন পিছিয়ে আগামী ২৯ তারিখ করা হবে।
Read More