20
Aug
দুবাই থেকে ৮৩জন শ্রমিক শিলিগুড়ি ফিরল । করোনা মহামারিতে বিদেশে আটকে পড়েছিল কর্মরত শ্রমিকরা। জানা গিয়েছে ওই পরিযায়ী শ্রমিকরা দুবাইয়ে লকডাউনে আটকে পড়েছিল।ওই পরিযায়ী শ্রমিকরা পাহাড়ের বিভিন্ন অঞ্চলের ।গতকালই বিমানে করে তাদের কলকাতায় নিয়ে আসা হয়। রাজ্যসরকার এবং জিটিএ র সহযোগিতায় কলকাতা থেকে ওই ৮৩জন শ্রমিক কে আজ এক বাসে করে শিলিগুড়ি নিয়ে আসা হয়। বিলেত ফেরত এই সব মানুষদের করোনা টেস্ট করানো হয়েছে।এবং সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। আজই এই শ্রমিকদের নিজের নিজের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে জিটিএ প্রধান অনীত থাপা। দুবাই ফেরত শ্রমিকদের রিপোর্ট নেগেটিভ হলেও স্বাস্থ্যবিধি মেনে ১৪দিন হোম কোয়ারেন্টাইন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।