26
Jul
পরতে পরতে মিলছে নতুন তথ্য, দ্রুত গতিতে চলছে তদন্ত। সারদা কেলেঙ্কারির সময়ে 'লাল ডায়রি' নিয়ে হইচই পড়ে গিয়েছিল। কী ছিল সেই ডায়রিতে, তা জানতে কৌতূহলের শেষ ছিল না সাধারণ মানুষের মধ্যে। বহু বছর আগের সেই ইস্যু নিয়ে এখনও কৌতূহল আছে, কিন্তু তার মধ্যেই নতুন ডায়রির খোঁজ! এবার কালো ডায়রি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের 'বান্ধবী' অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এই ডায়রি উদ্ধার হয়েছে। কী আছে তাতে, জানতে চলছে তদন্ত। সূত্রের খবর, এই কালো ডায়রি ছাড়াও ফ্ল্যাটের সিজার লিস্টে ২টি হার্ড ডিস্কও আছে। অনুমান করা হচ্ছে এই জিনিস থেকে আরও বিস্ফোরক তথ্য পাওয়া যাবে। যে ডায়রি মিলেছে সেটি…