06
Aug
বিগত কুড়ি বছর পর ফের আবার নতুন শুরু হয়েছে তালিবানি শাসন। সম্প্রতি তালিবান আফগানিস্তান দখল করার পর একাধিক হামলার ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। গত শুক্রবার আবার এক মসজিদে হামলা হয়, সেই হামলায় মৃত্যু হয়েছে ৮ জনের। আর এই মসজিদ হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএস জঙ্গি গোষ্ঠী। হাজারাস সম্প্রদায়ের মহিলা ও শিশুদের লক্ষ্য করে এই হামলা করা হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রে খবর মিলেছে, শুক্রবার পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে কাবুলে। দুটিই হয় পশ্চিম কাবুলে। মসজিদে যখন নামাজ পরা চলছিল ঠিক সেই সময় হামলা চালানো হয়। আপাতত যে খবর মিলেছে তাতে ২০ জনের মৃত্যু হয়েছে। তবে পরবর্তী ক্ষেত্রে মৃতের সংখ্যা…