jio

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

ভারতে ফিরছে TikTok, মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক ByteDance -এর

টিকটক ফিরতে পারে ভারতে এমনটাই শোনা যাচ্ছে বলে সূত্রের খবর।। ক্রমেই জোরদার হচ্ছে এই সম্ভাবনা। সূত্রের খবর, রিয়ালায়েন্সের কাছেই তাদের ভারতীয় অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে চিনা সংস্থা টিকটক। এই মধ্যেই মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ড্রাটিজের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনাও সাড়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ভারতের ব্যবসা বিক্রির ব্যাপারে সদ্য টিকটকের মালিক সংস্থা বাইটড্যান্সের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে রিয়ালায়েন্সের । জুলাই মাসে এই দুই সংস্থার মধ্যে আলোচনাও হয়েছে । তবে এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও চুক্তি হয়নি বলেই খবর ।রিলায়েন্সের তরফে যদিও এবিষয়ে কিছু জানা যায়নি।
Read More