01
Nov
ইন্ডিয়ান আর্মি ও আইসিআইসিআই ব্যাংকের ‘মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং’ (মউ) পুণর্নবীকরণ করা হল। এর ফলে ‘ডিফেন্স স্যালারি অ্যাকাউন্ট’-এর মাধ্যমে কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করা হবে। মউ অনুসারে, আইসিআইসিআই ব্যাংক সেনাকর্মীদের নানারকম সুবিধা প্রদান করবে, যেমন জিরো ব্যালান্স অ্যাকাউন্ট, ‘প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট অফ লকার্স’ এবং আইসিআইসিআই ব্যাংক ও অন্যান্য ব্যাংকের এটিএম-গুলিতে অসীমিত নিঃশুল্ক লেনদেনের সুবিধা। নবায়িত সুবিধাগুলির মধ্যে বিভিন্ন বীমা প্রকল্পের ব্যবস্থা থাকছে। অ্যাকাউন্ট হোল্ডারগণ ৫০ লক্ষ টাকার ‘পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার’ পাবেন, যার সঙ্গে থাকবে জঙ্গী হানায় মৃত্যুর ক্ষেত্রে বাড়তি ১০ লক্ষ টাকার বীমা। সেনাকর্মীদের দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে বীমার আওতায় থাকবে সন্তানদের শিক্ষাখাতে ৫ লক্ষ টাকা ও কন্যাসন্তানের জন্য…