09
Jun
হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি) ও ইউএনডিপি এবছরের বিশ্ব পরিবেশ দিবসে ‘সাফাইসাথী’দের সাহায্যার্থে এগিয়ে এসেছে। বিগত ৩ বছর ধরে দেশের ৩০টি স্থানে বিভিন্ন পার্টনার এজেন্সি ও লোকাল গভর্নমেন্ট বডি’র সহযোগিতায় এইচসিসিবি ও ইউএনডিপি যৌথভাবে ‘প্রোজেক্ট পৃথ্বী’ নামে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালাচ্ছে। ‘সাফাইসাথী’রা সেই প্রকল্পেরই কর্মীবাহিনী। প্রসঙ্গত, ‘সাফাইসাথী’ হল সেইসব স্যানিটেশন ওয়ার্কার যারা অতিমারি চলাকালীন সময়েও প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের জন্য সংগ্রহ চালিয়ে সাহায্য করে চলেছেন। এইচসিসিবি ও ইউএনডিপি অতিমারির সময়ে ১৭০০০ জন ‘সাফাইসাথী’-সহ ১০০০০০ মানুষের কাছে নানারকম অত্যাবশ্যক সামগ্রী যেমন সেফটি কিট, রেশন, স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জাম পৌঁছে দিয়েছে। এই দুই সংস্থা একযোগে হাইজিন ও সেফটি বিষয়ে ৩০টি শহরে মিউনিসিপ্যাল কমিশনার ও সিটি…