28
Jun
Mobile World Congress এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মোবাইল ইভেন্ট। গত বছর কোভিড আবহে বাতিল হলেও, চলতি বছর এই মোবাইল শো শুরু হচ্ছে আজ থেকেই। চলবে 1 জুলাই পর্যন্ত। স্পেনের বার্সেলোনা শহরে বিশ্বের মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলি, নিজেদের লেটেস্ট প্রযুক্তি গোটা দুনিয়ার সামনে নিয়ে আসবে। কোভিড পরিস্থিতির কারণে Mobile World Congress 2021-এ থাকছে হাইব্রিড ফর্ম। প্রতি বছরই এই ইভেন্ট থেকে একের পর এক গুরুত্বপূর্ণ ঘোষণা হয়ে থাকে। যদিও, এই বছর MWC 2021-এর হাইব্রিড সেটিংস সব টেক কোম্পানি মেনে নেয়নি। তা সত্ত্বেও, এই ইভেন্ট সম্পর্কে আশাবাদী গোটা দুনিয়ার স্মার্টফোন প্রেমীরা। এই বছর ইন-পার্সন ইভেন্টে যোগ দিচ্ছে না Google, Nokia, Xiaomi, Facebook, Sony-র মতো…