09
Sep
কলকাতায় এসে গেল ভারতের বৃহত্তম অনলাইন ফার্নিচার ও লাইফস্টাইল সাবস্ক্রিপশন কোম্পানি ফারলেনকো (Furlenco)। কলকাতায় ফার্নিচারের চাহিদা বেশি থাকার কারণে ফারলেনকো তাদের প্রিমিয়াম ফার্নিচার ভাড়া দেওয়ার পরিষেবা এখানে চালু করল। কলকাতা-সহ ফারলেনকো এখন দেশের ১৪টি শহরে পাওয়া যাবে। এখন থেকে গ্রাহকরা তাদের ঘর সাজাতে নানারকম ফার্নিচার ও অ্যাপ্লায়েন্সেস ভাড়া নিতে পারবেন ফারলেনকো থেকে। লিভিং রুম ফার্নিচার, বেড, ডাইনিং টেবল, স্টাডি সলিউশনস, ওয়ার্কস্টেশন, স্টোরেজ, লাউঞ্জার্স ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ফারলেনকো’র ফার্নিচার প্যাকেজে। গ্রাহকরা তাদের ফার্নিচার নতুন করে সাজাতে বা ডীপ ক্লিন করিয়েও নিতে পারবেন কোনও বাড়তি ব্যয় ছাড়াই। ফার্নিচার ছাড়াও ফারলেনকো নানারকম অ্যাপ্লায়েন্স দিয়ে থাকে, যেমন ল্যাপটপ, মাইক্রোওয়েভ ওভেন, এলইডি টেলিভিশন, ওয়াশিং…