11
Sep
ফ্লিপকার্ট আগামী উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর জন্য প্রস্তুত হতে শুরু করেছে। প্রস্তুতির অঙ্গ হিসেবে তাদের ‘কিরানা ডেলিভারি প্রোগ্রাম’ আরও মজবুত করার কাজ চলছে। ‘কিরানা ডেলিভারি প্রোগ্রাম’-এর মাধ্যমে স্থানীয় দোকানগুলিকে ডেলিভারি পার্টনার হিসেবে সঙ্গে নিচ্ছে ফ্লিপকার্ট। এবারের উৎসবের মরশুমে ১০০,০০০ কিরানা পার্টনার যুক্ত হচ্ছেন দেশের বিভিন্ন এলাকা থেকে, যারা হাজার হাজার শিপমেন্ট ডেলিভারি দেবে্ন। গত বছর উৎসবের মরশুমে ১০ মিলিয়নের বেশি ডেলিভারি দেওয়া সম্ভব হয়েছিল কিরানা পার্টনারদের মাধ্যমে। ফ্লিপকার্ট এই প্রোগ্রাম চালু করেছিল ২০১৯ সালে। সেই থেকে এপর্যন্ত ডেলিভারি ব্যবস্থাকে আরও মজবুত করে তোলার কাজ চালানো হচ্ছে। গত বছরের থেকে এবারের কিরানা পার্টনারের সংখ্যা দ্বিগুণ। যেসব পিনকোড অঞ্চলে পৌঁছানো…