25
Mar
টাটা পাওয়ার-এর ‘পাওয়ারলিংকস’ শিলিগুড়িতে লঞ্চ্ করল তাদের ডিজিটাল স্কুল ল্যাব উদ্যোগের আওতাধীন ই-লার্নিং প্লাটফর্ম ‘ই-বিদ্যা’। কোম্পানির উদ্দেশ্য, ই-বিদ্যার মাধ্যমে জলপাইগুড়ি ও শিলিগুড়ির ৫৭টি স্কুলের ২২০ জন শিক্ষককে সুবিধা প্রদান এবং ১৫০০০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করা। ই-বিদ্যা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ই-বিদ্যা ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের দশম শ্রেনি পর্যন্ত শিক্ষাক্রমের সঙ্গে সংযুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা অ্যানিমেশন, রিডলস, পাজলস, স্টোরি ও ডিজিটাল টেকনোলজির মাধ্যমে সানন্দে শিক্ষাগ্রহণ করতে পারবে। এর মুখ্য উদ্দেশ্য হল, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহজ আদানপ্রদানের সুবিধা সৃষ্টি করা। পাওয়ারলিংকস-এর সিইও অ্যান্ড এমডি, শ্রীমতি কিরণ গুপ্তা জানান, ই-বিদ্যার মাধ্যমে তারা এডুকেশন সেক্টরে একটি অ্যাডভান্সড…