28
Jun
বাংলায় বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে নাম আসে দীপুদা, দিঘা-পুরী-দার্জিলিং। যার মধ্যে সব চেয়ে প্রথম নাম দিঘার। দিঘা মানেই বাঙালির আবেগ। অল্প কয়েকদিনের ছুটি মানেই একটাই নাম আগে আসে, দিঘা ভ্রমণ। বছর বছর ধরে যেন এটাই নিয়ম হয়ে আসছে। পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে ২-১ দিনের ছুটিতে দিঘা যাননি এমন মানুষ তথা বাঙালি নেই। কিন্তু দিঘা যাওয়া এতদিন ছিল শুধুই সমুদ্র ভ্রমণ। আশেপাশে অনেক জায়গাও পর্যটকদের প্রিয় বটে কিন্তু সেখানেও সমুদ্র ছাড়া আলাদা কিছু ছিল না। কিন্তু এবার তার পরিবর্তন ঘটতে চলেছে। সমুদ্র ছাড়াও আরও কিছু দিতে চলেছে দিঘা। হয়তো পুজোর আগেই সেই চমক মিলতে পারে। দিঘা, তাজপুর, মন্দারমণি সহ…