01
Jul
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড চালু করবেন। বুধবার নবান্নে এর সাংবাদিক বৈঠক করে সূচনা করেন তিনি। দারিদ্র্যের কারণে যাঁদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম, যাঁরা নির্বিঘ্নে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান, বিদেশে লেখাপড়ার স্বপ্ন যাঁদের—এমন সব শিক্ষার্থীর জন্য সুযোগের দরজা খুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রেডিট কার্ডে স্নাতক , স্নাতকোত্তর , ডিপ্লোমা, এমফিল, ডক্টরেট পড়ার পাশাপাশি আইএএস ,আইপিএস , সিভিল সার্ভিস পরীক্ষায় যোগদানের জন্য প্রস্তুতি নিতেও ঋণ পাবেন পড়ুয়ারা। এর জন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তিনি আরও বলেছেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেবে এবং তার বয়স সীমা হবে ৪০ বছর। ১৫ বছর ধরে তা পরিশোধ করা…