27
Apr
ধীরে ধীরে আবার লাগামছাড়া হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের সব মুখ্যমন্ত্রীকে নিয়ে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা ১২ টায় ভার্চুয়াল বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠকের শুরুতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়ে বলেন যে, অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো জায়গায় রয়েছে তবে আরও সতর্ক হতে হবে। টিকাকরণে জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে সক্ষম ওমিক্রনের নয়া রূপগুলি। তাই আগে থেকে সতর্ক হতে হবে…