01
Apr
এক্সনমোবিল লুব্রিক্যান্টস প্রাইভেট লিমিটেড এক চুক্তিতে আবদ্ধ হল নিসান মোটর ইন্ডিয়ার সঙ্গে। এক্সনমোবিল এপ্রিল মাস থেকে তাদের বিস্তৃত রেঞ্জের ইঞ্জিন অয়েল সরবরাহ করবে নিসান ইন্ডিয়াকে। এই ইঞ্জিন অয়েল ভারতের বিএস-৬ মানের হলেও তা আগেকার বিএস-৩ বা বিএস-৪ নিসান প্যাসেঞ্জার ভেহিকেলগুলিতেও ব্যবহার করা যাবে। এক্সনমোবিলের সঙ্গে এই পার্টনারশিপের ফলে নিসান গাড়ির মালিকরা অ্যাডভান্সড লুব্রিক্যান্টস টেকনোলজির সুবিধা গ্রহণ করতে পারবেন। তারা পাবেন ‘অপ্টিমাল পারফর্ম্যান্স রিলায়াবিলিটি’ ও ‘পোটেনশিয়াল ফুয়েল ইকোনমি বেনেফিট’। নতুন ইঞ্জিন অয়েলের রেঞ্জে রয়েছে: নিসান জেনুইন পার্টস মোটর অয়েল এসএই ০ডব্লিউ-২০, ৫ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৩০, ১০ডব্লিউ-৪০। এগুলির অন্তর্ভুক্ত রয়েছে সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক পিভি প্রোডাক্টস, যেগুলি এক্সনমোবিলের গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রস্তুত। সকল…