16
Dec
কনস্ট্রাকশন, উডওয়ার্কিং ও মেটালওয়ার্কিং ইন্ডাস্ট্রির জন্য পাওয়ার টুলসের অগ্রণী সরবরাহকারী বশ পাওয়ার টুলস ইন্ডিয়া তার তামিলনাড়ুর চেন্নাইয়ে ওরাগদাম কারখানায় ১০ মিলিয়নতম পাওয়ার টুল তৈরি করল। চেন্নাইয়ে এই কারখানাটি নির্মাণ হয়েছে ২০১৫-এর মাঝামাঝি। এখানে বর্তমানে ৬০টির অধিক পাওয়ার টুলস তৈরি হয়, যেগুলির মধ্যে রয়েছে আর্টিজান ও ট্রেডসম্যানদের জন্য ৮ রকমের পাওয়ার টুল। চেন্নাইয়ের পাওয়ার টুলস প্লান্ট বশের মেড ইন ইন্ডিয়া নীতির সঙ্গে সাযুজ্যপূর্ণ এবং ভ্যালু ও ভলিউমের দিক থেকে ভারতের মুখ্য পাওয়ার টুলস সাপ্লায়ার। দুই একর জমির উপর অবস্থিত এই নির্মাণ কারখানা পরিচালনায় মহিলা কর্মীদের প্রাধান্য রয়েছে। পরপর তিনটি বশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড-প্রাপ্ত চেন্নাইয়ের বশ পাওয়ার টুলস প্লান্ট তাদের ভারতে ব্যবসায়ের এক…