Biswa Bharati University

প্রবেশিকা পরীক্ষায় নম্বর বিভ্রাটের জের, বিতর্কের মুখে পড়ে ভুল মেধাতালিকা সরাল বিশ্বভারতী

প্রবেশিকা পরীক্ষায় নম্বর বিভ্রাটের জের, বিতর্কের মুখে পড়ে ভুল মেধাতালিকা সরাল বিশ্বভারতী

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এম.এড কোর্সের প্রবশিকা পরীক্ষার মেধাতালিকায় ভুল নম্বরের জেরে ফের বিতর্কের মুখে পড়েছে কর্তৃপক্ষ। এবার সেই বিতর্কের জেরে বুধবার তড়িঘড়ি মেধাতালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিল বিশ্বভারতী। নোটিসে জানানো হয়েছে, দ্রুতই সংশোধিত মেধাতালিকা প্রকাশ করা হবে। বিশ্বভারতীতে অনলাইনে এম.এডের প্রবেশিকা পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের। তাতে কেউ পেয়েছেন ১৯৬, কারও প্রাপ্ত নম্বর ১৫১! মঙ্গলবার বিনয় ভবন থেকে প্রকাশিত মেধাতালিকায় এসব নম্বর দেখে চক্ষুচড়কগাছ পরীক্ষার্থীদের। বিশ্বভারতীর প্রবেশিকা নিয়ে একাধিক গরমিলের অভিযোগ বরাবরের। হাজারও কারচুপির অভিযোগ ওঠে প্রতি বছর। মোটা অঙ্কের বিনিময়ে বাইরের পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য বিশ্বভারতীর পডুয়াদেরই উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় না। এম.এডের প্রবেশিকা পরীক্ষার এই নম্বর বিভ্রাটও কি তারই একটি…
Read More