21
Oct
বিগত কয়েক মাস ধরে উত্তেজনার পারদ চড়ছে লাদাখ নিয়ে, যা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি৷ এরই মাঝে আবার ক্রমশ উত্তেজনা বাড়ছে অরুণাচল সীমান্তে৷ অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়ছে দুই পক্ষের সামরিক মহড়া৷ লাল ফৌজের আস্ফালন রুখতে পূর্ব সেক্টরে নতুন অস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ লাদাখের পর আরও অরুণাচল সীমান্তে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চিন্তার ফেলেছে বিশেষজ্ঞ মহলকে। তবে অরুণাচল সীমান্তে যেকোনও রকম হামলা রুখতে প্রস্তুত ভারতীয় ফৌজ৷ পূর্ব সেক্টরে ইতিমধ্যেই মোতায়েন করা নতুন এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইতজার এবং সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার। পাশাপাশি মোতায়েন করা হয়েছে সুইডিশ অস্ত্র সংস্থা বোফর্স এবি-র তৈরি আপগ্রেডেড এল-৭০ অ্যান্টি-এয়ারক্রাফট কামান৷ তবে ভূপ্রকৃতিক অবস্থান, উচ্চতা এবং দুর্গম পথের…