17
Aug
যার উদ্যোগী তারা মনে করেন স্বাধীনতা দিবস শুধু এক ছুটির দিনের থেকেও অনেক বড় কিছু। আর্থিক স্বাধীনতা অর্জন তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন শুরু করেছিলেন আরমান কবীর। বর্তমানে তিনি একটি হোটেলের মালিক। মাত্র ৩৫ বছর বয়সেই তিনি আর্থিক স্বাধীনতার অর্থ খুঁজে পেয়েছেন। প্রথমে একটি মার্কেটিং টিমে কাজ করতেন মগধ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আরমান কবীর। আজমিরের একটি হোটেলে বাংলা অনুবাদকের কাজও করেছেন তিনি। হসপিটালিটি সেক্টরে কাজের অভিজ্ঞতা থেকে তিনি নিজস্ব হোটেল খোলার সাহস পান। তবে হোটেল চালানোর মতো আর্থিক সঙ্গতি না থাকায় তিনি ওয়ো হোটেলস অ্যান্ড হোমস-এর সঙ্গে যোগাযোগ করেন। ২০১৮ সালে তাদের সহায়তা নিয়ে তিনি তার…