26
Jun
ব্লক করা হল BJP সাংসদের অ্যাকাউন্ট। আমেরিকার ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের জেরে এই ব্লক বলেও অনুমান তাঁর। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কে ট্যাগ করে টুইটারের এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন কেন্দ্রকে। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁর অ্যাকাউন্ট পুনরায় চালু হয়ে যায়। ডিজিটাল সুরক্ষা আইন নিয়ে ভারত সরকার এবং টুইটারের তরজা অব্যাহত। সরকারের দাবি, ভারতে ব্যবসা করতে গেলে, ভারতীয়দের তথ্য নিয়ে কাজ করতে গেলে দেশের আইন মেনে চলতে হবে টুইটারকে। রাখতে হবে একজন নোডাল অফিসার। দেশেই রাখতে হবে সোশ্যাল মিডিয়ার ডেটাবেস। আর এতেই বেঁকে বসে টুইটার। টুইটারের অভিযোগ ভারত সরকারের আইনে স্পষ্ট বলা নেই কোনটা…