27
Aug
অ্যাডভান্সড হ্যালসিওন রেডিয়েশন থেরাপি নিয়ে উপস্থিত হয়েছে অ্যাপোলো গ্লিনিগলস হসপিটালস। এই থেরাপি পূর্বভারতে ক্যান্সার রোগীদের সামনে আশার আলো বয়ে এনেছে। ক্যান্সারের উচ্চমানের চিকিৎসা প্রদানের জন্য হ্যালসিওন রেডিয়েশন থেরাপি দেবে ইমেজ-গাইডেড রেডিয়োথেরাপি। পূর্বভারতে এই প্রথমবার আসা হ্যালসিওন রেডিয়েশন থেরাপি হিউম্যান-সেন্টার্ড ডিজাইন ব্যবহার করে প্রদান করবে পরিশীলিত, হাইলি-টার্গেটেড ক্যান্সার ট্রিটমেন্ট, যার গতি প্রচলিত প্রযুক্তির থেকে চার গুণ পর্যন্ত বেশি। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের টার্গেটেড থেরাপি নিশ্চয়তা দেয় যে টিউমারের চারপাশের সুস্থ টিস্যুগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কম ক্ষতিগ্রস্ত হয়। এর সুফল পাওয়া যাবে হেড, নেক, প্রস্টেট, লাংস ইত্যাদির ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের সুবিধাবলীর মধ্যে রয়েছে অটোমেটেড ট্রিটমেন্ট, রোগীর…