29
Mar
বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার ছুটিতেও কোপ! ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন। চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে। তার জন্য শনিবারেও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হল। জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে। তবে এ নতুন কিছু নয়, অর্থবছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়। এবারেও তাই হচ্ছে। জানিয়ে রাখি,…