23
Jun
তালিবানি শাসন শুরুর পর থেকে শুরু আতঙ্কেই সময় কাটছে আফগানিস্তানের মানুষের। প্রতিনিয়ত ভয় থাকে তালিবানি শাসনের। এরই মাঝে নতুন আতঙ্ক। এবার ভয়ঙ্কর ভূমিকম্প তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলল। জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর এবং আশেপাশের অঞ্চলে মারাত্মক ভূমিকম্প হয়েছে এবং রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের একাংশেও। সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯০০ জনের, আহত ৬০০-র বেশি। অবশ্যভাবে আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূর এই ভুম্পিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে এই কম্পন প্রথম অনুভূত হয়েছে। ওই…