13
Dec
ভারত থেকে তার পণ্য রপ্তানির পরিমাণ প্রতিবছর ১০ বিলিয়ন মার্কিন ডলার হিসেবে বাড়িয়ে ২০২৭ সাল নাগাদ তিনগুণ করবে বলে জানিয়েছে ওয়ালমার্ট। ওয়ালমার্টের এই রপ্তানিবৃদ্ধির ফলে ভারতের এমএসএমই-গুলির উল্লেখযোগ্য উন্নতি হবে, সেইসঙ্গে ‘ফ্লিপকার্ট সমর্থ’ ও ‘ওয়ালনাট বৃদ্ধি’ সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলিও উন্নত হবে। ‘এক্সপানশন ইন সোর্সিং’য়ের ফলে বিভিন্ন ভারতীয় এক্সপোর্ট ক্যাটাগরির বহু নতুন সাপ্লায়ারের শ্রীবৃদ্ধি ঘটবে। ভারত থেকে রপ্তানি বাড়ানোর জন্য ওয়ালমার্ট তাঁর সাপ্লাই চেন ইকোসিস্টেম আরও মজবুত করবে, একইসঙ্গে এক্সপোর্ট-রেডি বিজনেস প্রসারিত করবে বর্তমান এক্সপোর্টারগণের বৃদ্ধি ঘটিয়ে। একবছর আগে তৃণমূল স্তরে ওয়ালমার্টের সাপ্লায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘বৃদ্ধি’ শুরু হয়েছে। এর দ্বারা এমএসএমই-গুলিকে এক্সপোর্ট স্কিল ও নলেজ প্রদানের মাধ্যমে তাদের ওয়ালমার্ট, ফ্লিপকার্ট ও…