লার্সেন অ্যান্ড ট্যুবরো

এল-অ্যান্ড-টি’র বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন

এল-অ্যান্ড-টি’র বিভক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন

লার্সেন অ্যান্ড ট্যুবরো (এল-অ্যান্ড-টি) তাদের ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসার বিভক্তকরণের (ডাইভেস্টমেন্ট) সমাপ্তি ঘোষণা করায় এই ব্যবসা এখন স্নাইডার ইলেকট্রিকের হস্তগত হল। ২০১৮-এর মে মাসে এই গুরুত্বপূর্ণ ও জটিল বিভক্তকরণের কথা জানান হয়েছিল, যা এবার যাবতীয় শর্ত পূরণ ও প্রয়োজনীয় রেগুলেটরি অনুমোদনের পর সম্পন্ন হতে পারল। ইলেক্ট্রিক্যাল ও অটোমেশন ব্যবসা থেকে এল-অ্যান্ড-টি’র বিদায় নেওয়ার বিষয়টি তাদের ‘স্ট্রাটেজিক পোর্টফোলিও রিভিউ প্রসেস’-এর একটি অংশ।  যেহেতু সুইচগিয়ার মার্কেটে এই এল-অ্যান্ড-টি ব্র্যান্ড খুবই জনপ্রিয়, সেইকারণে স্নাইডার ইলেক্ট্রিক নির্দিষ্ট সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্র্যান্ড ইগসিগনিয়া ব্যবহার করবে। বিভক্তকরণের পর এল-অ্যান্ড-টি’র এই ব্যবসার অন্তর্গত ‘লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ সুইচগিয়ার’, ইলেক্ট্রিক্যাল সিস্টেমস, ইন্ডাস্ট্রিয়াল ও বিল্ডিং অটোমেশন সলিউশনস, এনার্জি ম্যানেজমেন্ট …
Read More