31
Mar
আজ ভারতে আসতে চলেছে আরও তিনটি রাফাল যুদ্ধবিমান। ফরাসি বিমান প্রস্তুতকারী সংস্থা দাসোঁ এদিন জানিয়েছে চুক্তি অনুযায়ী ১৮টি যুদ্ধবিমান এপ্রিলের শেষ লগ্নের মধ্যেই ভারতে চলে আসবে। এদিন সংযুক্ত আরব আমিরশাহিতে রিফুয়েলিং করে ভারতে পৌঁছবে রাফালগুলি। উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাটির সঙ্গে। এরপর সেই চুক্তি নিয়ে তোলপাড় হয়েছিল ভারতীয় রাজনীতি। ১১টি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই দেশে পৌঁছচ্ছে ইতিমধ্যেই ১১টি রাফাল যুদ্ধবিমান বায়ুসেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক এই প্রসঙ্গে বলেন, প্রথম দফায় গত বছরের ২৯ জুলাই পাঁচটি রাফাল ভারতের মাটি ছোঁয়৷ এরপর চলতি বছরের ২৭ জানুয়ারি আরও তিনটি বিমান হাতে পায়…