26
Mar
করিমগঞ্জে ইএমএফ রেডিয়েশন বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছিল টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) আসাম লাইসেন্স সার্ভিস এরিয়া (এলএসএ)। সাধারণ মানুষের মধ্যে ইএমএফ রেডিয়েশন সংক্রান্ত ভিত্তিহীন ভুল ধারণা ও ভীতি দূর করার লক্ষ্যে এই কর্মশালাটি হয় গত ৯ মার্চ। কর্মশালায় বক্তারা জানান, মোবাইল টাওয়ারের ইএমএফ রেডিয়েশন নিয়ে মানুষের উদ্বেগের কারণ নেই। এথেকে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাবের আশঙ্কা নেই। প্রশ্নোত্তরকালে তাঁরা জানান, ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নতির জন্য নেটওয়ার্ক কানেক্টিভিটি খুবই প্রয়োজন, যা মানুষের জীবন ও কাজকর্মের জন্য আবশ্যিক। আসামের বিভিন্ন গ্রামে ইএমএফ রেডিয়েশন নিয়ে বিভ্রান্তি অমূলক এবং টাওয়ার স্থাপনের কাজ চলতে দেওয়া উচিত। এব্যাপারে আইসিএনআইআরপি নির্ধারিত ও ‘হু’ অনুমোদিত মাত্রার থেকেও ১০ গুণ বেশি…