02
Jun
করোনা পরিস্থিতির মধ্যেও শিশুশ্রম অব্যাহত রয়েছে। এমনই চিত্র দেখা গেল ইসলামপুর বাস টার্মিনালে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এইসব শিশু শ্রমিকরা না মানছে কোন করোনা বিধি, না ব্যবহার করছে মাস্ক-স্যানিটাইজার। সারাদিন বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা প্লাস্টিক কুড়াচ্ছে এরা। অভিযোগ শিশু শ্রম দপ্তর বা প্রশাসনের বিষয়টির উপরে কোন নজর রাখছে না। বাস টার্মিনালে অবলীলায় দুটি শিশু শ্রমিক বিভিন্ন আবর্জনা প্লাস্টিক ইত্যাদি তুলে তুলে জমা করছিল। তাদের সঙ্গে কথা বললে তারা জানান এগুলি তারা সারাদিন কুড়িয়ে তারপরে বিক্রি করে কিছু উপার্জন করে। এই দিয়েই তাদের সংসার চলে। তারা সাংবাদিকদেরকে জানান তাদের বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা এভাবে কাজ করে নিজের…