কোচবিহারের বুকে প্রথম মূকাভিনয়ে জাতীয় স্কলারশিপ পেলেন স্বাগত

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সেন্টার ফর কালচারাল রিসোর্স এন্ড ট্রেনিং বিভাগ থেকে ২০২১-২২ সালে মূকাভিনয় বিষয়ে সিনিয়র ফেলোশিপ সন্মানের জন্য মনোনীত হয়েছেন কোচবিহারের মূকাভিনয় শিল্পী স্বাগত পাল। কোচবিহার জেলায় মূকাভিনয় চর্চায় স্বাগত পালই প্রথম শিল্পী জিনি এই ফেলোশিপ পেলেন। উল্লেখ ছোটবেলা থেকেই মূকাভিনয়ের সাথে যুক্ত স্বাগত বাবু।কোচবিহারের বিশিষ্ট মূকাভিনয় শিল্পী প্রয়াত শংকর দত্তগুপ্তের কাছে তার মূকাভিনয় চর্চার শুরু। পরবর্তী সময়ে যোগেশ দত্ত এবং মুকুল দেবের কাছে তালিম নেন তিনি। সান্নিধ্য পেয়েছেন নিরঞ্জন গোস্বামীর। সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা স্বাগত বাংলাদেশের চ্যাপলিন আর্ন্তজাতিক মূকাভিনয় উৎসবে অংশ নিয়েছিলেন। এরপাশি রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মূকাভিনয় প্রদর্শন করেছেন তিনি। এহেন স্বাগতের এই জাতীয় ফেলোশিপ প্রাপ্তিতে খুশি কোচবিহারের সাংস্কৃতিক মহল। ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক শিল্পের বিভিন্ন বিভাগের শিল্পীদের জাতীয় ফেলোশিপ প্রদান করে প্রতি বছর। বিভিন্ন বিভাগের সেরা শিল্পীদের এইজন্য বেছে নেওয়া হয়। সম্প্রতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইটে তার ফল প্রকাশ করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও মনোনীত করা হয়েছে বিভিন্ন বিভাগের শিল্পীদের। সেখানেই ভারতবর্ষ থেকে এবছর একমাত্র মূকাভিনয় শিল্পী হিসেবে তিনি জায়গা করে নিয়েছেন। কোচবিহার থেকে মূকাভিনয়ে তিনিই প্রথম জাতীয় ফেলোশিপ পাওয়া শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *