শিলিগুড়ি মহানন্দার জলে সন্ধান মেলে এক অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যাক্টেরিয়ার, নাম ‘প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট’। বিজ্ঞানের সহজ ভাষায় বলা হয় ‘সুপার বাগ’। ‘প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট’ ব্যাকটেরিয়াকে বিশ্বের ভয়ংকরতম ব্যাকটেরিয়া হিসেবেই চিহ্নিত করেছেন গবেষকরা। মানবদেহে এই জাতীয় ব্যাকটেরিয়া ঢুকলে কোন অ্যান্টিবায়োটিক দিয়েই সেটিকে বিনাশ করা না।
‘মেরোপিনেম’ কে বলা হয় সবথেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক, মানবদেহে এই অ্যান্টিবায়োটিক শেষ অস্ত্র হিসেবে কাজ করবে। এই অ্যান্টিবায়োটিক কে প্রতিরোধ করতে পারে এমন অনেক প্রজাতি পাওয়া গিয়েছে জলপাইগুড়ি করলা নদীর জলে। এমন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের শক্তি এবং মিলেছে বহু ব্যাকটেরিয়ার হদিশ তোর্সার জলেও।
মহানন্দা জলে সেই ব্যাকটেরিয়ার মিলতেই হইচই পড়ে যায় সর্বত্র। চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক ও গবেষকদের কপালে। উত্তরের এই নদী গুলিতে কিলবিল করছে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া যা গোটা পৃথিবীর কাছে চিন্তার কারণ হয়ে উঠেছে।