জেলার বিভিন্ন স্কুল গুলি পরিদর্শনে রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল

প্রাথমিক স্কুল পরিকাঠামো এবং শিক্ষার মান বিচার করতে বেশ কদিন ধরে রাজ‍্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ গৌতম পাল ঘুরে বেরাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রাথমিক স্কুল গুলিতে। সেই মতো সোমবার শিলিগুড়ি শিক্ষা জেলার স্কুল গুলিতে ঘুরে ঘুরে দেখলেন তাদের পরিস্থিতি ও শিক্ষার পরিকাঠামো।

এদিন নেতাজি প্রাথমিক বিদ‍্যাপীঠের প্রধান শিক্ষক বিভূতিভূষণ রায় সহ জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান দীলিপ রায়, জেলা বিদ‍্যালয়ের পরিদর্শক তরুণ কুমার সরকার ও এ আই অফ স্কুল বিনিতা গজমেরকে সঙ্গে নিয়ে রাজ‍্য পর্ষদ সভাপতি ডঃ গৌতম পাল ছাত্রদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্কুলের ক্লাস রুম থেকে মিড ডে মিল সব ঘুরে বেরালেন।

পরিশেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এই পরিদর্শন সম্পর্কে জানান, রাজ‍্যের প্রাথমিক শিক্ষার অনেক উন্নতি হয়েছে।এবং এর মান আরো কিভাবে বারানো যায় তাঁর প্রচেষ্টা করে চলেছেন তারা। কিছু ক্ষামতির কথা জানিয়ে আরো উন্নত করতে হবে শিক্ষার মান এমনটাই জানালেন।