ঘরে ঘরে টিকাকরণে অভিনব উদ্দ্যোগ রাজ্যের

রাজ্যে কোভিড সংক্রমণের মাত্রা একটু কমলেও এখনও হাজার ছুঁই ছুঁই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তাই কোভিড পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য সরকার। এই পরিস্থিতি টিকাকরণের ওপরেই বেশি জোর দিচ্ছে রাজ্য সরকার। তাই এক অভিনব উদ্যোগ এখনো রাজ্য প্রশাসন। ভ্যাকসিন নিয়ে বাস যাচ্ছে বাসিন্দাদের কাছে। বলা হচ্ছে ভ্যাকসিনেশন অন হুইল। এই নতুন উদ্যোগ শুরু করল কলকাতা পুরসভা। বিভিন্ন বাজার এলাকায়, বসতি এলাকায় যাবে এই বাস। “ভ্যাক্সিনেশন অন হুইলস” প্রজেক্টের মাধ্যমে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তারা।

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্য়ান তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এই ভ্রাম্যমান টিকাগ্রহণ কেন্দ্রের সূচণা করেন। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। পোস্তাবাজারে শুরু হয় এই কর্মসূচি। এদিন একেবারে লাইন দিয়ে ভ্যাকসিন নেন স্থানীয় ব্যবসায়ী, মুটিয়া, বাজারের শ্রমিকরা। ভ্যাকসিন পেয়ে তাঁরাও অত্যন্ত খুশি। জানা গিয়েছে প্রাথমিকভাবে অতিসংক্রামক এলাকাগুলিতে এই বাস যাতায়াত করবে। তবে টিকা নিতে আসার আগে ব্যক্তিদের প্রথমে কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। প্রথম দিনেই ভ্যাকসিন দেওয়া হয় মোট ৩০০ জনকে। সরকারি তরফে জানানো হয়েছে, প্রত্যেকেই পেয়েছেন কোভিশিল্ডের প্রথম ডোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *