সময় যতো গড়াচ্ছে, ততোই স্পষ্ট হচ্ছে সিকিমের ধ্বংসের ছবি। বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে আতঙ্ক। চারিদিকে শুধু হাহাকার। চারিদিকে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। চরম পরিস্থিতিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
এছাড়াও সেনাবাহিনীর ক্যাম্প ভেসে গিয়ে ২৩ জন সেনা নিখোঁজ হন। তাদের এখনো মৃত দেহ পাওয়া যায়নি। অন্যদিকে তিস্তার জল যত নেমে আসছে তত উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভেসে উঠছে দেহ।
ময়নাগুড়ি, গাজলডোবা, কোটওয়ালি, মিলনপল্লি ও হলদিবাড়ি বিভিন্ন এলাকা থেকে একাধিক দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে এখনও পর্যন্ত সিকিমে ৭০০ থেকে ৮০০ গাড়িচালক আটকে রয়েছেন। তবে বিমানবাহিনীর হেলিকপ্টার সাহায্যে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।