শিলিগুড়ি শহরের উন্নয়নে ভিশন ২০৪৫ প্রকল্পের পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। সেই উদ্দেশ্যেই বুধবার শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প নিয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। শহরকে নতুনভাবে গড়ে তুলতে ভিশন ২০৪৫ প্রকল্প নেওয়া হয়েছে। তার মধ্যেই বিভিন্ন কাজ করা হবে। বুধবার, সেই লক্ষ্যেই শিলিগুড়ির PWD ইন্সপেক্সন বাংলোতে মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। উন্নয়নের কাজ কিভাবে হবে এবং ২০৪৫ শিলিগুড়ি কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে আলোচনা হয়। এদিন কলকাতার একটি সংস্থার সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন বৈঠক শেষে সৌরভ চক্রবর্তী জানান বর্ধমান রোডে অবস্থিত অসমাপ্ত ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার প্রচেষ্টা করা হচ্ছে।পঞ্চম মহানন্দা সেতু থেকে বিকল্প রাস্তা তৈরির কাজ দ্রুত শুরু হবে। ইস্টার্ন বাইপাস এলাকার রেলগেটে যানজটের সমস্যা মোকাবেলায় ফ্লাইওভার