বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মে মাসের গরমে গা জ্বলছে রীতিমতো। জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা।
এরই মধ্যে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে, উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪/৫ দিনের মধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ এবার আগাম বর্ষা আসছে।
দক্ষিণবঙ্গে আপাতত গরম এবং অস্বস্তি বহাল থাকবে। আগামী দু’দিনের মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ ও আগামীকাল তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অস্বস্তিকর গরম থাকবে।