১৫ই এপ্রিল বাংলা নতুন বছর শুরু হতে চলেছে। সেই নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ এশহরের সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রাজ্য দিবস ও এসো হে বৈশাখ পালনের প্রস্তুতি সভা হয়ে গেল রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে।
এই প্রস্তুতি সভায় শহরের সকল শ্রেণির শিল্পী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানকে সম্পূর্ণ রূপে সার্থক করে তুলতে নানান জনের নানান মতামত ব্যক্ত করেন।
পরিশেষে মেয়র এক বক্তব্যে জানান, সম্পূর্ণ অনুষ্ঠানকে সার্থক করে তোলাই লক্ষ্য। এছাড়াও সকালে রঙিনময় প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় বৈশাখী আড্ডা সবটাই থাকছে।