চুরির দিন কয়েকের মধ্যেই চুরি যাওয়া বাইক উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ইসলামপুরের দাসপাড়া থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করে শিলিগুড়িতে আনলো পুলিশ। জানা গিয়েছে, দুর্গাপূজার প্রাক্কালে এনজেপির বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু বাইক চুরির ঘটনা সামনে আসে।গত ১৩ই অক্টোবর ভর দুপুরে এমনই বাড়িভাষা থেকে এমডি মুন্না নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। সাথে সাথেই ওই ব্যক্তি নিউ জলপাইগুড়ি থানায় বাইক চুরির অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।তদন্তে উঠে আসে হাসিবুল নামে কুখ্যাত বাইক চোরের নাম। এরপর গজলডোবা ভোরের আলোর বাসিন্দা ওই দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ।
তারপরেই চলে চুরির বাইকের খোঁজ। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে হাসিবুল নামে অভিযুক্ত শিলিগুড়ি ও এনজেপি সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করে ইসলামপুরের জুয়েল আলীকে পাচার করতো। সেখান থেকে বাইক গুলি অন্যত্র বিক্রি করা হতো। এরপরেই পুলিশের একটি দল রওনা দেয় ইসলামপুর দাসপাড়ার উদ্দেশ্যে। গত বুধবার থেকে সারারাত্রি বিভিন্ন এলাকায় অভিযানের পর গ্রেফতার করা হয় জুয়েল আলীকে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইক। বৃহস্পতিবার এনজেপি থানায় বাইক নিয়ে আসতে সার্থক হয় পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসবাদ করে আরোও জানতে পেরেছে তাদের কাছে আরো বেশকিছু চুরির বাইক রয়েছে।বাইক গুলি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এদিকে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে বেজায় খুশি বাড়িভাষার এমডি মুন্না।তিনি পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।