শিলিগুড়ি : শিলিগুড়ি শহরে মাদক বিরোধী অভিযান লাগাতার। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরে বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য অভিযান চালিয়ে যাচ্ছে। সেই ভাবে শিলিগুড়ি ভক্তি নগর থানার পুলিশ আবারো অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ দুজনকে আটক করে।
জানা যায় এদের গোকুল শুদ্ধ খবর আসে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর তারাতলা মাঠ এলাকার ২ যুবক নিষিদ্ধ কাপ সিরাপ পাচারে উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। সেই খবর ভিত্তিতে অভিযান চালায় ভক্তি নগর থানার পুলিশ। মেলে যায় সাফল্য।৩৮ বোতল কাফ সিরাপ ব্যাগ থেকে উদ্ধার করা হয়। জানা যায় ধৃত দুই যুবককে বাড়ি শিলিগুড়ি ইসকন মন্দির এলাকা বাসিন্দা।
তাদের নাম পঙ্কজ তালুকদার, ও মোহাম্মদ ছোট্ট। ধৃত দুই যুবককে তিনটি পিস মামলা করা হয়। ধৃত দুই যুবককে আগামী কাল জলপাইগুড়ি আদালতে হাজির করা হবে। তবে ভক্তি নগর থানার এর সাথে কে কে জড়িত রয়েছে তা তদন্ত করে দখবে।