‘রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন’ শংকর ঘোষ

রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রী দাঙ্গা সংক্রান্ত বক্তব্য জনগণের সামনে তুলে ধরছেন, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনি মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি বলেন, রাম নবমীর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ, দক্ষিনবঙ্গ বিভিন্ন জায়গায় জনসভায় রামভক্তদের পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন।

 রাম নবমীর আগে দাঙ্গা শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করে তিনি রাম ভক্তদের পরোক্ষভাবে দাঙ্গাবাজ বলে আখ্যা দিয়েছেন। যার তীব্র বিরোধিতায় সরব হন বিধায়ক।

রাম নবমী যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য তারা প্রশাসনের কাছে আবেদন করেন। এদিন এই সাংবাদিক বৈঠকে শংকর ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা।