মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ভারী বৃষ্টির কারণে ডুবল শহরের একাধিক এলাকা। উত্তরের ঠনঠনিয়া, এম জি রোড, আমহার্স্ট স্ট্রিট থেকে শুরু করে দক্ষিণের ঢাকুরিয়া, খিদিরপুর ও বেহালার বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। অন্য সব জায়গায় জল বার করা গেলেও এ জে সি বসু রোড আর বেহালায় এখনও জল জমে রয়েছে। তবে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের অবস্থাও ভীষণ ভাবে শোচনীয়। ডিভিসি আবার জল ছাড়লে দক্ষিণবঙ্গের অবস্থাও খারাপ হবে বলে আশঙ্কা। এছাড়াও বৃষ্টির জলে বিভিন্ন গলিতে হাঁটুজল দাঁড়ানোয় টানা রিকশায় বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হচ্ছে অভিভাবকদের।