জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

২৮শে জুন থেকে ২রা জুলাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।জলপাইগুড়ি জেলায় রয়েছে অল্প থেকে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার রাত থেকে একনাগাড়ে জেলা জুড়ে চলছে ভারী বৃষ্টি, সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে,গত চব্বিশ ঘণ্টায় এদিন সকাল আটটা পর্যন্ত জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ,৭১.২০, মাথাভাঙ্গায় ৩২.৬০, শিলিগুড়িতে ২৭.৬০ এবং মালবাজারে ৩০.০২ মিলিমিটার। উত্তরের তিস্তা ,জলঢাকা, গিলান্ডি ডুডুয়া সহ বিভিন্ন নদীতে ক্রমশ বাড়ছে জলস্তর, মেখলীগঞ্জ এবং দোমহনি এই দুই জায়গা দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর দু পারের অসুরক্ষিত এলাকায় জারী হয়েছে হলুদ সংকেত।অবিরাম বৃষ্টি হয়ে যাওয়ায় যে কোনো মুহূর্তে এই নদী গুলোর পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ঠ মহল। এদিন জেলা জুড়েই চলছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ লাগাতার বৃষ্টি। শহরের অনেক জায়গায় জল জমে যাওয়ায় দুর্ভোগ যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *