ভারতে ভোক্তাদের মাথাব্যাথা সারানোর সবচেয়ে কার্যকারী উপাদান হল স্যারিডন। মাথাব্যাথার প্রধান কার্যকরী ওষুধ হিসেবে স্যারিডন আজ ৫০ বছরের কিংবদন্তি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগ তথা এইচএনএসএ(HANSA)অর্থাৎ হেল্থ কেয়ার অ্যাডভ্যানসড নেটওয়ার্ক সিস্টেম আর্কিটেকচার-এর তরফ থেকে ‘স্যারিডন মাথাব্যাথা রিপোর্ট’ শীর্ষক একটি বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে।
এইচএনএসএ-এর তরফ থেকে ১৪টি রাজ্যের ২৪টি শহরের ১০,০০০৪ জনকে নিয়ে এই গবেষণা করা হয়েছে। দেখা গিয়েছে ৯০ শতাংশ মানুষ মানসিক চাপে মাথাব্যাথায় ভোগে। এছাড়া প্রতি চার জনের মধ্যে এক জন তাদের মাথাব্যথা লুকিয়ে রাখে এবং প্রতিবেদন অনুযায়ী তাদের পরিবারের সাথে ভাগ করে না।
বায়ার কনজিউমার হেলথ ইন্ডিয়ার কান্ট্রি হেড সন্দীপ ভার্মা বলেন,”বায়ার কনজিউমার হেলথ বিভাগ অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করে যাতে দ্রুত এবং স্বাস্থ্য সম্মত উপায় ভোক্তাদের স্বাস্থ্য সমাধান করা যায়।