খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহন করা হয়েছে। কিছুদিনের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। শুক্রবার এই প্রকল্পের চূড়ান্ত পর্যায়ের পর্যবেক্ষন শেষে এই কথা জানান খয়েরপুরের বিধায়ক । তিনি বলেন, মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তুলতে যে প্রকল্প ঘোষণা হয়েছে তার প্রস্তুতি একেবারেই চূড়ান্ত। এদিন মন্দির চত্ত্বরে সেখানের প্রাসাদ ব্যবসায়ীরা সঙ্গে একটি মিটিং সম্পন্ন হয়।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এবং রাজ্য সরকারের সহযোগিতায় ১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে চতুর্দশ দেবতার মন্দিরকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য।আজ পুরাতন আগরতলা স্থিত চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে আলোচনায় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, পর্যটন দপ্তরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং পুরাতন আগরতলা ব্লক ভাইস চেয়ারম্যান সহ ঐ এলাকার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা।