দুদিনের টানা বৃষ্টিতে আলিপুরদুয়ারবাসী নাজেহাল

গত দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল আলিপুরদুয়ারবাসী।দুদিন ধরে টানা বৃষ্টি চলছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১২০.৬০ মিলিমিটার,হাসিমারাতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন নীচু এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। জলের উপর দিয়ে চলছে  যাতায়াত। গতকাল ২৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।আজ ১২০.৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে ড্রেনেজ সিষ্টেম ভাল না থাকায় জল জমছে পুরএলাকায়। জল যন্ত্রনায় ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকেরা। তবে ভুটান পাহাড়ে  বৃষ্টি  হওয়ায় কালজানি , ডিমা নদীতে জল বাড়ছে। এ ব্যাপারে সেচ দফতরের কন্ট্রোলরুম ঘন্টায় ঘন্টায় জলের পরিমাপ নিচ্ছে।যদিও নদীতে কোন সংকেত জারি হয়নি।

আলিপুরদুয়ার পুরসভার  ২,৫, ৮,৯,১৫,১৮,নম্বর ওয়ার্ডে গত দুদিন ধরে জলে বিপর্যস্ত জনজীবন।আলিপুরদুয়ারের দ্বীপচর ও ৮ নম্বর ওয়ার্ডে নৌকাতে পারাপার করতে দেখা যায় বাসিন্দাদের।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন,নীচু এলাকায় জল জমছে।স্লুইস গেট গুলি খোলা হলে জল বেরিয়ে যাবে। আসলে আলিপুরদুয়ার পুর এলাকায় ড্রেনিং সিষ্টেমে গলদ থাকায় জলযন্ত্রনায় প্রতিবছর ভুঁগতে হচ্ছে নাগরিক দের।পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর আশা প্রকাশ করেছেন, বৃষ্টি কমলেই জল নেমে যাবে।