স্বস্তি দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

আরও নিম্নমুখী হল রাজ্যের করোনা গ্রাফ। শুক্রবারের করোনা পরিস্থিতিতে রয়েছে বেশ কিছুটা স্বস্তির চিত্র। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,৪৮০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ৭৩ দিন পর ৮ লক্ষের নীচে নামল অ্যাক্টিভ কেসের সংখ্যা। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন প্রায় ৮৯ হাজার মানুষ। দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যুর সংখ্যাও। করোনায় প্রাণ হারিয়েছেন ১,৫৮৭ জন। যা বেশ খানিকটা স্বস্তির। ১৮ এপ্রিলের পর থেকে দেশে মৃত্যুর হার ছিল উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে মোট মৃত ৩,৮৩,৪৯০ জন।

টিকাকরণ করোনা মোকাবিলার ক্ষেত্রে এখন অন্যতম বড় অস্ত্র ভ্যাক্সিনেশন। এখনও পর্যন্ত দেশে ২৬.৮৯ কোটি মানুষ করোনা টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের পরিসংখ্যান অনুযায়ী এক দিনে মোট ৩,১০৮ জনের দেহে করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২,০৩৩ জন। রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৪ জন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *