প্রশ্ন রেশন ডিলারদের: ঘোষণার ১৩ দিন পার হলেও কেন্দ্রের ফ্রি রেশন নেই

কোভিড সংক্রমণে বিধ্বস্ত দেশ, অর্থাৎ রাজ্যে দরিদ্র মানুষের দুর্নীতির দিন। অথচ ১৩ দিন পার হলেও কেন্দ্রের বিনামূল্যে রেশন রাজ্যে চালু করা হলো না। মোদি সরকার গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মে- জুন মাসে মাথাপিছু ৫ কেজি করে রেশন দেয়া হবে বলে জানিয়েছিলেন। অন্যান্য রাজ্যে চালু হলেও এই রাজ্যে ১৩ দিন পার হওয়ার পরেও কোন রেশন আসেনি বলে জানিয়েছেন রেশন ডিলার সংগঠন। অভিযোগ এই রাজ্যের জন্য বরাদ্দ ধান এখনো কিনে উঠতে পারিনি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফলে কোভিডের কারণে কেন্দ্রের রেশন দেওয়ার পরিকল্পনায় পিছিয়ে গেল এই রাজ্য।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিলেন কোভিডের সময় দুমাস বিনামূল্যে কেন্দ্রের তরফ থেকে রেশন দেয়ার কথা। সেই মতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সমস্ত রাজ্যের ইউনিটকে নির্দেশ দেওয়া হয়। তাদের মাধ্যমে এই প্রকল্পের কথা জানানো হয় রেশন ডিলার সংগঠনকে। কিন্তু মে মাসের ৮ দিন পার হলেও রেশন বন্টন শুরু করতে পারা যায়নি এই রাজ্যের কোন প্রান্তে।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সূত্রে খবর, রাজ্যে একাধিক কর্মী করোনা আক্রান্ত, ফলে পরিকল্পনার কাজ আটকে আছে, ফলে এই রাজ্যের রেশন প্রাপকদের জন্য বরাদ্দ করা চাল ও বন্টন করার জন্য যে দেখভাল করতে হবে তেমন কর্মী ও নেই। গোটা ঘটনা সম্পর্কে অবহিত রাজ্যের খাদ্য দপ্তর।

কেন্দ্রের একটা অংশ অবশ্য ভেবেছিল বাইরের রাজ্য থেকে চাল কিনে এনে এখানে রেশন দেওয়া হবে, কিন্তু রেশন ডিলার দের সংগঠন তাতে রাজি হয়নি। রেশন ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন সন অফ ইন্ডিয়া চাল কিনে নিয়ে আগেও কোন উদ্যোগ দেখায়নি। এছাড়া আমাদের রাজ্যে ধান থেকে চাল হয় তা উৎকৃষ্টমানের, বাইরের রাজ্য থেকে যে চাল দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের খারাপ চাল, দোকান থেকে দেওয়া হলে অশান্তি বাড়বে তাতে তারা রাজি নয়।
তাই খাদ্যমন্ত্রকের দ্বারস্থ হতে চেয়েছে রেশন ডিলারদের সংগঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *